বিনোদন ডেস্ক : সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাহসানের ব্যয়বহুল মিউজিক ভিডিও। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমন। তাহসানের গাওয়া ‘বলছি শোন’ শিরোনামের এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ভিডিওতে মডেল হয়েছেন তৌসিফ ও সায়রা জাহান। ভিডিও প্রসঙ্গে তাহসান বলেন, ভিডিওটি দেখে ভালো লেগেছে। তৌসিফের উপস্থিতি ভিডিওটিকে প্রাণবন্ত করেছে। প্রত্যাশা করি সবার ভালো লাগবে গান-ভিডিওটি। এদিকে তৌসিফ বলেন, আমি তাহসান ভাইয়ার গান-অভিনয়ের ফ্যান। অভিনয়ের ব্যস্ততার জন্য গানের ভিডিওতে কাজ করা সাধারণত হয়ে ওঠে না। তাহসান ভাইয়ের গানের মডেল হওয়ার সুযোগ ও নির্মাতার প্ল্যান ভালো লাগাতে কাজটা করলাম। আশা করি দর্শকরা উপভোগ করবেন। উল্লেখ্য, গত বৈশাখে সিএমভির ব্যানার থেকে বাপ্পা-তাহসান-জয়ের মিশ্র অ্যালবাম বলছি শোন প্রকাশ পায়। সেই অ্যালবামের শিরোনাম গান এটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন