শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

একসঙ্গে এই প্রথম আড্ডায় তারিন ও অপি করিম

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একসাথে একটি ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দুই অভিনেত্রী তারিন ও অপি করিম। ঈদে স্যাটেলাইট চ্যানেলে ‘জিটিভি’তে প্রচারের লক্ষ্যে নির্মিত ‘সেলিব্রিটি ফেস্ট’ নামে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা। গত ২৭ জুন রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সামিয়া আফরিনের উপস্থাপনায় এবং তারিন ও অপি করিমের প্রাণবন্ত আড্ডা আর গল্পে উঠে এসেছে তাদের ফেলে আসা দিনের কথা, ব্যক্তি জীবন, কর্ম জীবন, ভালোলাগা মন্দলাগা’সহ সংশ্লিষ্ট আরো নানা বিষয়। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ সম্পর্কে তারিন বলেন, ‘আসলে এ ধরনের অনুষ্ঠানে আমার খুবই কম যাওয়া হয়। কারণ এই ধরনের অনুষ্ঠানগুলো এখন একঘেয়ে হয়ে গেছে বলা যায়। দর্শকেরই এই ধরনের অনুষ্ঠান এখন আর ভালোলাগেনা। পাশাপাশি আমি যে মানুষটির সঙ্গে একই অনুষ্ঠানে বসে কথা বলবো তিনি কে সেটাও কিন্তু আমি ভাবার চেষ্টা করি। যেহেতু অপির সঙ্গে বহুদিন দেখা নেই, কথা নেই তাই যখন অপির সঙ্গে একই অনুষ্ঠানে বসে আড্ডা দেবার প্রসঙ্গে আসে, তখনই সম্মতি জানাই। পাশাপাশি সামিয়া আফরিন খুব ভালো একজন উপস্থাপক। সবমিলিয়ে জিটিভি খুব সম্মান দিয়েই আমাদের দু’জনকে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করিয়েছে।’ অপি করিম বলেন, ‘যখন থেকে আমি ‘আমার আমি’ অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করেছিলাম তখন থেকেই আসলে নিজে সাক্ষাৎকার দেয়া প্রায় বন্ধ করে দিয়েছি। তবে জিটিভি থেকে যখন বলা হয় আমি আর তারিন আপু একসঙ্গে একই অনুষ্ঠানে থাকবো তখন তারিন আপুর কথা শুনেই আমি আগ্রহী হয়ে উঠি। অনেকদিন পর তারিন আপুর সঙ্গে খুব ভালো একটি মুহূর্ত কাটালাম। সোহেল হাসান প্রযোজিত ‘সেলব্রিটি ফেস্ট’ অনুষ্ঠানটি ঈদের দিন রাত ৯.৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন