শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিম নিধন চালিয়েছে ইউপি পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ভারতের উত্তর প্রদেশের পুলিশের (ইউপি) বিরুদ্ধে গরিব মুসলিমদেরকে নির্বিচারে নিধন করার অভিযোগ করেছে দেশটির প্রায় ৩০টি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত সপ্তাহে উত্তর প্রদেশের ১৫টি শহর ও এলাকা ঘুরে তৈরি করা রিপোর্ট তারা বুধবার দিল্লিতে প্রকাশ করেন। রাজ্যটিতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রিপোর্ট প্রকাশের সময় শিক্ষার্থীরা বলেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে গরিব মুসলিমদের ওপর গুলি চালায়। এখনও ব্যাপক ধরপাকড় চলছে, মানুষ আতঙ্কিত। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত ১৯ ডিসেম্বর সিএএ বিরোধী বিক্ষোভকারীদের ওপর প্রতিশোধ নেয়ার কথা ঘোষণা করেন। এর পরের দিন থেকেই এই রাজ্যের পুলিশ বেছে বেছে মুসলিমদের ওপর হামলা চালাতে শুরু করে বলে দাবি রাজ্যটিতে সরেজমিনে তদন্ত করতে যাওয়া শিক্ষার্থীদের। উত্তর প্রদেশের মীরাট, মুজাফফরপুর ও আলিগড়ে তদন্ত করতে যাওয়া দলটির সদস্য এবং দিল্লি ইউনিভার্সিটির ছাত্রী থৃতি দাস বলেন, আমরা চারটি দলে ভাগ হয়ে ১৫টি জায়গায় গিয়েছি। তিনি বলেন, আমরা মুসলিমদের ওপর চালানো হামলাগুলোতে একটা কমন প্যাটার্ন লক্ষ্য করেছি। বিবিসি বাংলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন