ঢাকার সাভারে আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে দেয়া তিতাস গ্যাসের প্রায় দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত জিরাবো এলাকার দেওয়ানবাগ মহল্লায় এ অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আবু সাদাত মো. সায়েম জানান, দেওয়ানবাগ মহল্লায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে নেয়া অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় এই এলাকার দেড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ উত্তোলন করা হয়েছে। এছাড়া রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন