শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আশুলিয়ায় ১৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ৪:৫১ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় দুটি গ্রামের ১৫'শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এসময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্ন মানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন উপকরণ।
সোমবার সকালে থেকে বিকাল পর্যন্ত উপজেলার দূর্গাপুর ও কাঠগড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইবনে সাজ্জাদ।
এসময় অভিযান চলাকালে আশুলিয়া থানা ও শিল্প পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম জানান, সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বিকাল পর্যন্ত প্রায় চার কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ উত্তোলন করা হয়েছে। এতে এই এলাকার বসত বাড়িতে অবৈধ ভাবে সংযোগ দেওয়া ১৫'শ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি বলেন, বাসা-বাড়িগুলোতে হাই-প্রেসার (১৫০ পিএসআইজি) লাইন থেকে অবৈধভাবে রেগুলেটরবিহীন সংযোগ নেওয়ায় যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। আর এ অবৈধ কর্মকাণ্ডের কারণে সৃষ্ট দুর্ঘটনার দায় তিতাস গ্যাস বহন করবে না। তাই গ্রাহককেই এ ব্যাপারে সচেতন থাকে অবৈধ সংযোগ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন