গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় দেড় কোটি টাকা বকেয়ার অভিযোগে মির্জাপুর সি এন জি স্টেশনের সংযোগ বিচছিনন করা হয়েছে।
জানা গেছে
৪ কোটি টাকা ব্যাংক জামানত দিয়ে সিএনজি স্টেশন চালু করার হাইকোটে আদেশ থাকলেও এই এই সি এন জি স্টেশনের মালিক ইব্রাহিম মিয়া ১কোটি টাকা জমা দিয়ে বাকি ৩ কোটি টাকার ৩ মাসের মধ্যে পরিশোধের সময় নেন। ৩ মাস অতিবাহিত হয়ে গেলেও ওই টাকা পরিশোধ না করে সি এন জি স্টেশনটটি চালিয়ে যাচ্ছিল। অভিযোগ রয়েছে গাজীপুর তিতাস গ্যাস অফিসের সাথে যোগাযোগ করে প্রতি মাসে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে এই সি এন জি স্টেশনটি চালু রাখা হয়েছিল।
বিষয়টি তিতাস গ্যাস অফিসের উপর মহলে জানা জানি হলে তোড়পাড় শুরু হয়। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। অবশেষে গতকাল বিকেলে সি এন জি স্টেশনটির গ্যাস সংযোগ বিচছিনন করাা হয় ।
অপর একটি সুএ জানায় ,এই সি এন জি স্টেশনের মালিক টাঙাইলের মির্জাপুরে সরকারি জমি দখল করে মা সি এন জি স্টেশন নামে একটি সি এন জি স্টেশন চালু করে।
সরকারি জমি দখল করে সি এন জি স্টেশন চালুর খবরটি একাধিক জাতীয় দৈনিকে প্রকাশ হলে একটি তদন্ত কমিটি গঠন করে এখানকার প্রশাসন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন