শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিন: তাবিথ আউয়াল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ২:১২ পিএম

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, যতো বাধাই আসুন মাঠে ছেড়ে যাবো না, আমরা ধানের শীষকে বিজয়ী করতে মাঠে থাকবো ইনশাআল্লাহ। কোনো বাধাই আমাদের সরাতে পারবে না। 
 
আজ (২৪ জানুয়ারি) ২১নং ওয়ার্ডেও মধ্যবাড্ডার লুৎফুন টাওয়ারের সামনে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 
 
তাবিথ আউয়াল বলেন, ঢাকা সুন্দর করে সাজাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি আমরা সকলে ভোট কেন্দ্রে যাবো, ধানের শীষ প্রতীকে ভোট দেব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, সুন্দর-আধুনিক ঢাকা গড়তে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই। বক্তৃতাকালে তিনি ভোটারদের উদ্দেশ্য করে প্রশ্ন করেন ঢাকাকে সুন্দর করে সাজাতে কোন মার্কায় ভোট দেবেন, জবাবে ভোটাররা ধানের শীষে ভোট দেবেন বলে আওয়াজ তোলেন। 
 
পথসভায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি বজলুল বাসির আঞ্জু বক্তব্য রাখেন।
 
এসময় ২১নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী জিএম সামসুল আলম, ৩৮, ৩৯, ৪০ (সংরিক্ষত) ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী আয়েশা আক্তার মিলি ও ১৯, ২০, ২১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পেয়ারা মোস্তাফা, ৩৭, ৪২, ৪২ নং ওয়ার্ডের প্রার্থী সালেয়া ইসলাম উপস্থিত ছিলেন। 
 
এরআগে আজ শুক্রবার সোয়া ১০টায় বনানী কবরস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়ার প্রার্থী তাবিথ আউয়াল ও ও দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন। পরে বিএনপির দুই মেয়র প্রার্থী ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করেন।
 
বনশ্রী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে বিকেল ৩টায় কাওরান বাজার গণসংযোগ করবেন তাবিথ আউয়াল।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন