বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মিয়ানমার আদালতের রায় মানবে না: কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ৪:২৮ পিএম | আপডেট : ৫:০০ পিএম, ২৭ জানুয়ারি, ২০২০

আন্তর্জাতিক আদালতের রায়ের পরেই মিয়ানমার বিভিন্ন ধরনের কথা বলছে ‍উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এর মাধ্যমে এটা প্রমাণ করে তারা এ আদেশ মানবে না। তবে আমরা দেখতে চাই তারা এটা কতটা পালন করে। বাংলাদেশের পক্ষ থেকে আমরা মিয়ানমারের ওপরে চাপ প্রয়োগের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘আন্তর্জাতিক আদালত কর্তৃক রোহিঙ্গা ইস্যুতে যে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে সেটি পূর্ণাঙ্গ রায় নয়। এ বিষয়ে এখনই সুস্পষ্ট করে বলার কিছু নেই’।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালতের এ আদেশ বাংলাদেশের জন্য একটি শুভ সূচনা। চূড়ান্ত রায়ে আমারা এর প্রতিফলন আশা করি।’

 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন