শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সালমান খানের ‘সুলতান’ ৬ জুলাই মুক্তি পাচ্ছে

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বলিউডি ফিল্মের ভক্ত দর্শকদের সবাই জানে ঈদ-উল-ফিতর মানেই হল সালমান খানের ফিল্ম। সেই রীতি অনুসারে এই বছর বলিউডের এই শীর্ষ তারকার অভিনয়ে মুক্তি পাচ্ছে ‘সুলতান’।
স্পোর্টস ড্রামাটিতে সালমান মল্লযোদ্ধা সুলতান আলি খানের ভূমিকায় অভিনয় করেছেন। সুলতান হরিয়ানার শহরতলী থেকে আগত এক ক্রীড়াবিদ। তিনি ২০১০এ কমনওয়েলথ গেমস, ২০১১ তে ফিলা ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং ২০১২ তে লন্ডন অলিম্পিকসে বাউট জিতেছিলেন। তার পেশাগত ও একান্ত জীবন নিয়ে চলচ্চিত্রটির গল্প।
৬ জুলাই বুধবার মুক্তি পাওয়াতে ‘সুলতান’ ৫ দিনের বর্ধিত সপ্তাহান্ত পাচ্ছে। এছাড়া চলচ্চিত্রটি অপেক্ষাকৃত বেশি সংখ্যক পর্দা পাচ্ছে বলে জানা গেছে। টানা দশদিনের মাথায় দুটি ফিল্ম মুক্তি পাবে তবে সেগুলোর বাণিজ্যিক সম্ভাবনাও তেমন অনুক‚ল নয়। সুতরাং চলচ্চিত্রটি যে সফল হবে তা নিশ্চিত। আগামী ৩ জুলাই থেকে সারা ভারতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
আলি আব্বাস জাফর পরিচালিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, রণদীপ হুদা এবং অমিত সাথ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন