সুপারমডেল কেইট মস জানিয়েছেন তিনি তার প্রিয় পোশাকগুলো তার ১৪ বছর বয়সী মেয়ে লাইলা গ্রেসের জন্য জমিয়ে রাখেন।
৪২ বছর বয়সী সুপারমডেলটি শুটের সময় তার ব্যবহার করা হাই ফ্যাশন পোশাকগুলো রেখে দিতেন এবং তার বন্ধুরা পছন্দ করলে দিয়ে দিতেন। তবে আর নয়। গ্রেসের বয়স এখন ১৪ আর সে ফ্যাশনে আগ্রহী হয়ে উঠছে, সুতরাং গ্রেস এখন কন্যার জন্যই পোশাকগুলো জমিয়ে রাখেন।
লুক সাময়িকীর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন : “এই পোশাকগুলোর অধিকাংশই আমি রেখে দিই। ভ্রমণের সময় অনেকগুলো হারিয়ে ফেলেছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি। বন্ধুদের পছন্দ হলে আমি সাধারণত দিয়ে দিতাম, তবে এখন ভালগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিই।”
এছাড়াও মস মডেলিংয়ে তার চার বছরের অভিজ্ঞতা থেকে তার কন্যাকে মেক-আপের পরামর্শও দিয়ে থাকেন। গ্রেসের বাবা মসের সাবেক সঙ্গী জেফারসন হ্যাক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন