স্টাফ রিপোর্টার : নতুন একটি সিঙ্গেল নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন চলতি সময়ের আলোচিত সংগীতশিল্পী মিনার রহমান। আসছে ঈদ উপলক্ষে ঈগল মিউজিকের ব্যানারে দু-একদিনের মধ্যেই গানটি প্রকাশ পাবে। গানের নাম ‘চাঁদের গল্প’। ফয়সাল রাব্বিকীনের কথায় এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকারর। এর মাধ্যমে এই প্রথমবারের মতো অন্য গোন গীতিকারের লিখা গানে কণ্ঠ দিলেন মিনার। এর আগের করা গানগুলোর কথা মিনারের লিখা। বেশিরভাগ গানের সুরও করে থাকেন তিনি। তবে এবার ব্যতিক্রমী এ আয়োজন নিয়ে শ্রোতদের মাঝে হাজির হচ্ছেন তিনি। ‘একলা প্রহরী হয়ে জেগে থাকবো সারা রাত/চাঁদ যেন হয়না চুরি/ হয়না যেন প্রভাত’ শীর্ষক এ গানটি জিপি মিউজিকেও এক্সক্লুসিভলি শোনা যাবে। এ বিষয়ে মিনার বলেন, গানের কথা ও সুর আমার অনেক পছন্দ হয়েছে। এ কারণেই গানটি গাওয়া। সচরাচর আমি অন্যের কথা-সুরে গাই না। নিজেই লিখি ও সুর করি। এর আগে দু-একটি গান অন্যের সুরে গাইলেও কারও লিখা গান গাওয়া হয়নি আমার। এবার সেটা হলো। ‘চাঁদের গল্প’ গানটি শ্রোতাদের ভালো লাগবে আশা করি। সুরকার সাজিদ সরকার বলেন, মানসম্পন্ন গান যারা পছন্দ করেন তাদের কাছে ‘চাঁদের গল্প’ গানটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। ফয়সাল রাব্বিকীন বলেন, অনেক সময় নিয়ে এ গানটি করা হয়েছে। কথা, সুর ও গায়কিতে শ্রোতারা ভিন্নতার ছোঁয়া খুঁজে পাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন