সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বন্দরের দ্রুততম মানব ফারুক, মানবী শারমিন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ১০০ মিটার দৌড়ে ওমর ফারুক দ্রুততম মানব ও মহিলা বিভাগে শারমিন আক্তার দ্রুততম মানবী হয়েছেন। পুরুষ বিভাগে তরুণ কুমার মালি দ্বিতীয় ও তিলক রায় তৃতীয় হয়েছেন। এছাড়া মহিলা বিভাগে সাজেদা আক্তার দ্বিতীয় ও খোদেজা আক্তার হয়েছেন তৃতীয়। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে গতকাল শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে (বন্দর স্টেডিয়াম) প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা, চবক ক্রীড়া সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দরের সচিব ও চবক ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪৪ জন মহিলাসহ ১৮২ জন অ্যাথলেট অংশ নেন। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন