শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অভিশংসন থেকে আজই ট্রাম্পের নিষ্কৃতি মিলবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৯ পিএম

মার্কিন সিনেটে নতুন সাক্ষী ডাকাসহ আরও কিছু প্রমাণ হাজির করার জন্য বিরোধী ডেমোক্র্যাটরা যে প্রস্তাব তুলেছিলেন শেষ পর্যন্ত তারা পারেনি। মাত্র একজন সিনেটরকে নিজেদের পক্ষে আনতে না পারায় রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের অভিশংসন তদন্তের জন্য নতুন সাক্ষী ও প্রমাণ হাজিরের বিপক্ষে প্রস্তাব পাস হয়েছে।
সারা সপ্তাহ ডেমোক্র্যাটরা চতুর্থ একজন রিপাবলিকান সিনেটরের সমর্থনের অপেক্ষায় ছিলেন। মোট চারজন রিপাবলিকানের সমর্থন পেলেই তাদের পক্ষে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সাক্ষী হিসেবে সিনেটে হাজির করা যেত। কিন্তু তিনজন রিপাবলিকান তাদের পক্ষে ভোট দিলেও চতুর্থজন পাওয়া যায়নি।
আর এর মাধ্যমে সিনেট থেকে অব্যাহতি পাওয়ার পথ প্রশস্ত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। সবকিছু ঠিক থাকলে আজই সিনেটের অভিশংসন বিচার থেকে ট্রাম্পের নিষ্কৃতি মিলবে। যদিও প্রতিনিধি পরিষদের মতো সিনেটেও ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস করাতে জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন বিরোধী ডেমোক্র্যাটরা। তবে তারা ব্যর্থ হচ্ছেন।
ব্যক্তিগত স্বার্থে রাষ্টীয় ক্ষমতা ব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা প্রদানের মতো দুটি গুরুতর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে বিচার চলছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। এর আগে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করে। সিনেট প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে রাজি হলে ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে হতো।
সিনেটে তার বিরুদ্ধে ওটা প্রস্তাব পাস করাতে ব্যর্থ হওয়ায় বরাবরের মতো বিরোধী ডেমোক্র্যাটদের কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় নেমে তিনি বিরোধীদের হুঁশিয়ার করে ফের হোয়াইট হাউসের দখল ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ডেমোক্র্যাটরা গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন তিনি।
সিনেটে বিতর্ক শেষে সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার স্বীকার করেন, নতুন সাক্ষী বা প্রমাণ হাজির করার জন্য ৫১টি ভোট তাদের হাতে নেই। ডেমোক্র্যাটদের চতুর্থ বাজি রিপাবলিকান সিনেটর লামার আলেকজান্ডারও জানান, প্রাথমিক শুনানি ও সওয়াল-জবাব শেষে অতিরিক্ত সাক্ষী বা নতুন নথিপত্রের কোনো প্রয়োজন তিনি দেখছেন না।
১০০ আসন বিশিষ্ট সিনেটে ৫১ সিনেটরের সমর্থনে নতুন সাক্ষী ডাকা যেত। রিপাবলিকান সিনেটর মিট রমনি, সুসান কলিন্স এবং লিসা মুরকাউস্কি এই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছেন। কিন্তু আলেকজান্ডার প্রস্তাবটিতে সমর্থন জানাবেন বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত তিনি সমর্থন না দেয়ায় এ নিয়ে আর আগাতে পারছে না ডেমোক্র্যাটরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন