তিন) পারস্য স¤্রাট খসরু পারভেজের নামে-
নতুন সম্রাট তার চিঠিতে ইয়েমেনের গভর্নর বাযানকে এ নিদের্শও দিয়েছেন যে, আমার পিতার যার সম্পর্কে লিখেছিলেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে বিরক্ত করবেন না।
এই ঘটনার কারণে বাযান এবং তার পারস্যের বন্ধু-বান্ধব, যারা সেই সময় ইয়েমেনে উপস্থিত ছিলেন, সকলেই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান।
চার) রোমক সম্রাট কায়াসারের নামেÑ
সহীহ বোখারীতে একটি দীর্ঘ হাদীসে এ চিঠির বিবরণ উল্লেখ রয়েছে। রসূল রোমক সম্রাট হিরাক্লিয়াসকে যে চিঠি লিখেছিলেন, সে চিঠির বিবরণ নিম্নরূপ-
পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন