শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে ৭ মিনিটের নাটক!

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এবারের ঈদে নাটকের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে। সব চ্যানেলেই এক ঘণ্টার নাটক ও ধারাবাহিক প্রচার হলেও এবারই প্রথম ৭ মিনিটের নাটক প্রচার হবে। নাটকের নাম দেয়া হয়েছে লেটারস ফ্রম রোমিও। ইফাদ নিবেদিতে নাটকটি ঈদে আরটিভিসহ বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। সাত মিনিটের শর্ট নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইভান মজুমদার। এতে অভিনয় করেছেন তানভীর ফাইনেস্ট, রানী আহাদ, শাওন মিলনসহ আরো অনেকে। তানভীর বলেন, ‘অন্যরকম একটা কাজ করেছি। এবার ঈদে দর্শকরা এই শর্ট নাটকটি দেখে ভিন্ন ধরনের মজা পাবেন। কারণ বর্তমানে সারা বিশ্বেই শর্ট ফিল্মের চাহিদা রয়েছে। সেই হিসেবে আমাদের দেশে শর্ট নাটক কিংবা শর্ট ফিল্মের জায়গাটা দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করবে। তারই প্রয়াস হিসেবে ঈদে আমাদের এই শর্ট নাটক। যা বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।’ রানী আহাদ বলেন, ‘নাটকটিতে কাজ করে অন্যরকম লেগেছে। ছোট্ট একটা গল্প কিন্তু গভীরতা অনেক। আশা করি দর্শকরা শর্ট নাটকটি দেখে অন্যরকম আনন্দ পাবেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন