শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে আবারও আমজাদ হোসেনের জব্বর আলী

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদে আবারও জনপ্রিয় নাটক জব্বর আলী নিয়ে ফিরছেন আমজাদ হোসেন। আমজাদ হোসেন রচিত ও পরিচালিত জব্বর আলী সিরিজের এবারের পর্ব ‘জব্বর আলীর নতুন স্টোরি’। নাটকটি ঈদের দিন রাত ৯টা ৪০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচার হবে। আশি দশক থেকে চলে আসা জব্বর আলী নাটকটি দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়ে আসছে। এ নাটকে জনপ্রিয় সব অভিনেতারা অভিনয় করেছেন। নাটকের হাস্যরসাত্মক গল্প এবং সবশেষে জাতির উদ্দেশে মূল্যবান মেসেজ দেয়ার মধ্য দিয়ে নাটকটি ব্যাপক দর্শকপ্রিয় হয়ে উঠে। এবারের জব্বর আলীর গল্পে দেখা যাবে, এবারও জব্বর আলী রমজান মাসে রোজা করছে। নামাজ পড়ছে। সংসারে যে রোজা করছে না তাকে শাস্তি দিচ্ছে। পাশের বাড়ির বন্ধু রোজা করতে পারছেন না ডাক্তার নিষেধ করেছে বলে। এই নিয়ে জব্বর আলীর স্বস্তি নেই। সে তাকে দেখতে পারেনা, প্রায় প্রতিদিনই দুজনে ঝগড়া করে। অন্যদিকে জব্বর আলীর কলো ব্যবসা চলছে। এতে অভিনয় করেছেন আমজাদ হোসেন, আব্দুল আজিজ, জাহানারা আহমেদ, আফজাল শরীফ, টেলি সামাদ, এস. এ. হক অলিক, সাব্বির আহমেদ, লামিয়া মিমো ও আরও অনেকে। প্রযোজনা করেছে টম ক্রিয়েশনস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন