একান্ত জীবনে কিছুটা বিপর্যয়ের শিকার হলেও টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট এখন ক্যারিয়ারের দিক থেকে ভাল অবস্থানে আছেন। কয়েক মাস ধরে তাকে বেশ প্রতিক‚ল অবস্থায় থাকতে হয়েছে। এর মধ্যে করণ সিং গ্রোভারের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। শেষ পর্যন্ত তিনি সামলে উঠেছেন। ফিরছেন তিনি টিভিতে এবং তার ক্যারিয়ারে দ্বিতীয় বলিউড চলচ্চিত্র দিয়ে।
সোনি টিভির নতুন থ্রিলার ‘বেহাদ’ দিয়ে তিনি ছোট পর্দায় ফিরছেন। এতে তার সঙ্গে আছেন কুশল ট্যান্ডন। এই শোটিতে তাকে খল ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে। জেনিফারকে টিভিতে সর্বশেষ দেখা গেছে স্টার প্লাসের ‘সরস্বতীচন্দ্র’ সিরিজে কেন্দ্রীয় নারী ভূমিকায়।
চলচ্চিত্রে জেনিফারের অভিষেক হয়েছে গত বছর ‘ফির সে’ চলচ্চিত্রটি দিয়ে। এতে তিনি চলচ্চিত্রটির পরিচালক কুণাল কোহলির বিপরীতে অভিনয় করেছিলেন।
সব ঠিক মত মিললে জেনিফার ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র জন্য খ্যাত জোয়া আখতার পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয় করবেন। এতে তার নায়ক থাকবেন ফাওয়াদ খান।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন