বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অধ্যাপক এম আর খানকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মানুষের জীবনের সাফল্য ও ব্যর্থতার নানা বিষয় নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র ‘দ্য কী’। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় স¤প্রতি এর শুটিং শুরু হয়েছে। বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডাক্তার এম. আর. খান এই প্রামাণ্যচিত্রে স্পিকার হিসেবে কথা বলেছেন। বøু-ড্রিম এন্টারটেইনমেন্ট ও ড্রিমস এন্টারটেইনমেন্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতা ও পরিচালনায় নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্রটি। এ প্রসঙ্গে লন্ডনের প্রোডাকশন হাউজ বøু ড্রিম এন্টারটেইনমেন্টের সিইও নাজমুল আলম বলেন, আমরা চার দেশের গুণী ব্যক্তিদের স্পিকার হিসেবে নিয়েছি। বাংলাদেশে ডাক্তার এম. আর. খান সারা বিশ্বের এক নামে পরিচিত। তিনি আমাদের বাংলাদেশের জাতীয় অধ্যাপক, শিশু চিকিৎসার কিংবদন্তি হিসেবে সর্বজনস্বীকৃত। তার মুখ থেকেই দর্শক এই প্রামাণ্যচিত্রের নানা বিষয় জানতে পারবেন। আর এই প্রামাণ্যচিত্রটির প্রধান পরিচালক হিসেবে থাকছেন ড. ফিলিপ। বক্তা হিসেবে আরও থাকছেন ভারতের স›দ্বীপ মহেশ্বরী, টিএস মাদান, এম নাসির খান, বাংলাদেশের, ড. আব্দুল্লাহ আবু সাঈদ, যুক্তরাজ্যের ক্রিস আকা বুসি, জন সালরিস, লরনা ব্রæক্স, ড. ফিল, পিটার ভিরনি ও যুক্তরাষ্ট্রের টনি রবিনস। এই প্রামাণ্যচিত্রের সঙ্গে রয়েছেন ড্রিমস এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী আব্দুল মুকিত টংকু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন