শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শাহজালালে ২১ হাজার জনের স্বাস্থ্য পরীক্ষা

মেলেনি ভাইরাসের আলামত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এ পর্যন্ত ২১ হাজার ২২২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনাভাইরাসের আলামত মেলেনি। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানান। বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিদেশফেরত সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। ২১ জানুয়ারি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারির পর থেকে এ পরীক্ষা করা হচ্ছে। গত ৭ ফেব্রæয়ারি থেকে সব এয়ারলাইন্সের যাত্রীদের ঢাকায় আসার পর বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হচ্ছে। তবে বিশেষ সতর্কতা জারির সময় শুধু চীনফেরত যাত্রীদের এই পরীক্ষা করা হতো। বিমানবন্দর সূত্র জানায়, পরীক্ষা করা যাত্রীদের মধ্যে ১৮ জনের জ্বর ছিল। একজনকে নিয়ে কিছুটা শঙ্কা থাকায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আর কোনো যাত্রীর মধ্যে আতঙ্কের মতো কিছু পাওয়া যায়নি। কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন