রিদম অ্যান্ড বøুজ তারকা রিয়ানা জানিয়েছেন, তিনি শৈশব থেকেই ‘স্টার ট্রেক’ সিরিজের দারুণ ভক্ত।
২৮ বছর বয়সী তারকাটি সায়েন্স ফিকশন সিরিজটির আগামী পর্ব ‘স্টার ট্রেক বিয়ন্ড’-এর জন্য ‘¯েøজহ্যামার’ গানটি গেয়েছেন। তিনি জানিয়েছেন, তার বাবা তাকে এই ফ্র্যাঞ্চাইজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
“আমি যখন ছোট তখন থেকেই ‘স্টার ট্রেক’ আমার জীবনের একটি অংশ” রিয়ানা বলেন। সিরিজের আগামী পর্বটির জন্য গাইতে পেরে বারবাডিয়ান গায়িকাটি খ্বুই আনন্দিত।
“আমার বাবা আমাকে ‘স্টার ট্রেক’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। একটি পর্ব দেখেই আমি আমার অজানা এই দুনিয়ার প্রেমে পড়ে যাই। আমি তখন এটি বুঝতে পারতামও না। আমাকে এটি ত্যাগ করেনি। তাই এমন নয় যে, আমি যে কোনও একটি ফিল্মের জন্য গাইলাম,” তিনি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন