ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহান বক্সী (পুলকিত সম্রাট) আর সাঁতার চ্যাম্পিয়ন সুহানি কাপুরের (যামী গৌতম) পথ একদিন এক হয়ে যায়। জাহানের প্রকৃতিটা ঠিক যোদ্ধার নয়। সে স্ক্র্যাবল খেলতে পছন্দ করে আর কবিতা লেখে। অন্যদিকে সুহানি চটপটে একজন ক্রীড়াবিদ, বাড়ি অমৃতসর। সুহানি এতো প্রিয় মানুষকে ভালোবেসে হারিয়েছে যে এখন আর কাউকে তার বিশ্বাস হয় না বিশেষ করে সেনাবাহিনীতে আছে এমন কাউকে তো নয়ই। পরিবারের সবাই তাকে অনুরোধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমনই এক পরিস্থিতিতে জাহান আর সুহানির দেখা হয়। তারা অন্তরঙ্গ হয়। সুহানি জাহানকে বলে সেনাবাহিনী আর তার মাঝ থেকে যে কোনো একটিকে বেছে নিতে। জাহান সময় নেয়। আর কাশ্মীরে চলে আসে। সুহানি তার ভুল বুঝতে পেরে জাহানের কাছে কাশ্মীরে চলে আসে। সেখানে তাকে একটি মেয়ের সঙ্গে দেখে তার ধারণা হয় জাহান সেই মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। বাস্তবে অবশ্য তা নয়। সন্দেহ থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই দূরত্ব কি শেষ পর্যন্ত ঘুচবে? সুহানি আর জাহান আবার এক হবে? এমনই এক প্রেম কাহিনী এটি। বস্তুত আগের অনেক চলচ্চিত্র থেকে ধার নেয়া বিষয়বস্তু নিয়েই এটি নির্মিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন