শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অফুরন্ত উৎসব, অফুরন্ত সঙ্গীত : জিপি মিউজিক নিয়ে এলো ঈদ ১০০

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদে সঙ্গীতপ্রেমীদের জন্য জিপি মিউজিক নয়ে এলো শত অ্যালবাম আর সিংগেলস এর বিশেষ সংগ্রহ জিপি মিউজিক ঈদ ১০০। ‘অফুরন্ত উৎসব, অফুরন্ত সঙ্গীত’ থিম এ জিপি মিউজিক এর সর্বশেষ সংগ্রহে থাকছে তাহসান, শাফিন আহমেদ, কুমার বিশ্বজিত, বাপ্পা মজুমদার, জুলি, বালাম, ন্যান্সি, কনা, জয় শাহরিয়ার, অদিত, ফুয়াদ, মালা এবং অন্যান্য জনপ্রিয় শিল্পীর গান। এছাড়াও থাকছে প্রতিশ্রæতীশীল তরুণ শিল্পী ইমরান, মিনার, প্রীতম এবং অন্যান্যদের গান। এই রিলিজ তালিকায় আরো থাকছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল একটি স¤পূর্ণ নতুন গান আর অবস্কিয়র ব্যান্ডের নতুন অ্যালবাম। এমনকি বিদেশে অবস্থানকারী বাংলাদেশী শিল্পীরাও এবার জিপি মিউজিকে যোগ দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ল²ী টেরা, শিকর বাংলাদেশ অল স্টারস এবং শাপলা শালুক এই ঈদে সংগীতপ্রেমীদের আনন্দ দিতে জিপি মিউজিক ১০০ তালিকায় এসেছেন। আন্তর্জাতিক সেনসেশন পাপন আর শুভমিতার গানও আছে তালিকায়। জিপি মিউজিক ১০০ শিল্পী সমাজ এবং বাংলাদেশের প্রধান প্রদান প্রধান রেকর্ড কো¤পানি জি সিরিজ, সিএমভি, সিডি চয়েস, ঈগল মিউজিক, গানচিল মিউজিক, সংগীতা, সাউন্ড টেক ইত্যাদির যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে। বছরের সেরা ৫০টি গান নিয়ে জিপি মিউজিক বিলবোর্ড হট ৫০ ছাড়াও ওবার থাকছে শিল্পীদের প্রিয় গানের বিশেষ প্লে লিস্ট। বাংলাদেশের সবচেয়ে দ্রæত বর্ধমান মিউজিক স্ট্রিমিং সার্ভিস জিপি মিউজিক বর্তমানে লাখ লাখ গ্রাহকের সংগীত চাহিদা মেটাচ্ছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেচালিত সকল ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপ। অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক। এছাড়া িি.িমঢ়সঁংরপ.পড় ওয়েবসাইটে গিয়েও অনায়াসে ব্যবহার করা যাবে জিপি মিউজিক সেবা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন