স্টাফ রিপোর্টার : দীর্ঘ চার বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন চলতি সময়ের আলোচিত সংগীতশিল্পী জেরিন তাসনিম নাওমি। ঈগল মিউজিকের ব্যানারে আগামী দু-একদিনের মধ্যে প্রকাশ পেতে যাচ্ছে তার দ্বিতীয় একক ‘ইলেভেনথ আওয়ার’। এ অ্যালবামে স্থান পাচ্ছে তিনটি গান। সব গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শাকের রাজা, তানজীব সারোয়ার, শাওন গানওয়ালা, বিবেক, অ্যাপিরাস ও নাওমি। গত একটি মাস এ অ্যালবামের গান নিয়েই ব্যস্ত সময় পার করেছেন নাওমি। মধ্যে চলচ্চিত্রে গান গাইলেও একক অ্যালবাম করেননি এ গায়িকা। হাতে গোনা কয়েকটি মিশ্র অ্যালবামে গেয়েছেন। এবার সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী গান করেছেন তিনি ‘ইলেভেনথ আওয়ার’ অ্যালবামে। অ্যালবামের গানগুলো হলো- তুমি আসবে বলে, অবশেষে এবং অকারণ। এ বিষয়ে নাওমি বলেন, এটা আমার স্বপ্নের অ্যালবাম। কারণ আমি গতানুগতিক ধারার গান আর করতে চাইনা। নিজস্ব একটি ধারা নিয়ে শ্রোতাদের সামনে আসবো বলেই দীর্ঘ সময় একক অ্যালবাম করা হয়নি। এই সময়টায় আমি কথা ও সুর নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। তবে ‘ইলেভেনথ আওয়ার’ অ্যালবামে আমার একটি স্বতন্ত্র ধারা শ্রোতারা খুঁজে পাবেন। ফয়সাল রাব্বিকীন ভাইয়ার সঙ্গে পরিকল্পনা করে এর গানগুলো করেছি। আমার বিশ্বাস গানগুলো ভালো লাগবে সবার। অ্যালবামের গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, একটু ভিন্নধারার গান করার পরিকল্পনা থেকেই নাওমির এ অ্যালবামটি করা। এখানে কথা, সুর, সংগীত ও গায়কিতে ভিন্নতা তৈরির চেষ্টাটা ছিলো। সেটা সবাই শুনলেই বুঝতে পারবেন। এদিকে অডিও অ্যালবামটি ঈদের আগে প্রকাশ হলেও অ্যালবাম থেকে একটি গানের ভিডিও প্রকাশ পাবে ঈদের পর পরই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন