শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হাজিগঞ্জে পুলিশি বাধায় পন্ড বিএনপির সম্মেলন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলা বিএনপির ‘একতরফা’ সম্মেলন পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। ওই সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। বিএনপির একটি পক্ষের অভিযোগ, জেলা বিএনপির অনুমতি ছাড়া এ সম্মেলনের আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক। পুলিশ বলছে, এ সম্মেলনের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। গতকাল শুক্রবার বেলা ১১টায় সম্মেলনটি পন্ড করে দেয় পুলিশ। ওই সময় গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির একটি পক্ষের নেতারা উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ এক নেতা বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক তার একক ক্ষমতাবলে এ সম্মেলনের আয়োজন করেন। হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি এলাকায় নিজ বাড়ির আঙিনায় বিশাল প্যান্ডেল করে গোপন সম্মেলনের আয়োজন করেন তিনি। সম্মেলনের জন্য পুলিশ প্রশাসন ও জেলা বিএনপির অনুমতি নেয়া হয়নি। অনুষ্ঠানে প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় গত বৃহস্পতিবার হাজিগঞ্জ আসেন। ওইনেতা দাবি করেন, অনুমতি ছাড়া ‘গোপনে একতরফা সম্মেলনের’ খবর পেয়ে হাজীগঞ্জ থানা-পুলিশ সম্মেলন পন্ড করে দেয়। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা সেখান থেকে সরে গেলেও পুলিশ অবস্থান করেন। এনিয়ে ক্ষুব্ধ চাঁদপুর জেলা বিএনপিসহ হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির বেশির ভাগ নেতাকর্মী। চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘মমিনুল হক তার বাড়িতে আমাদের তাজবীর অনুমতি ছাড়া একতরফা সম্মেলন আয়োজন করেন। এতে বিএনপির অনেক নেতাকর্মী বিভ্রান্ত হয়ে বিষয়টি আমাদের জানান। আমরা এ ব্যাপারে দলের শীর্ষ পর্যায়ে জানিয়েছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন