নিজের জীবন সংগ্রাম নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করছেন অভিনেত্রী কঙ্গনা রানৌত। তিনি আশা করছেন এই বইতে চলচ্চিত্রে আমার আগে থেকে বলিউডে সাফল্য লাভের জন্য তার পরিশ্রমের বিষয়গুলো তুলে ধরবেন।
“আমি ১০ বছর ধরে সংগ্রাম করেছি, আমি মনে করি আমি আজ যেমন মানুষে পরিণত হয়েছি তা এই সংগ্রামেরই ফল। আমি জানি না মানুষ আমাকে কতটা সফল মানুষ হিসবে দেখে- এটি একজন মানুষের খুবই বাহ্যিক ব্যাপার- তবে আমি মনে করি ব্যক্তিগত পর্যায়ে আমি খুব সফল একজন মানুষ। আর যখন কেউ কোন কিছু হারায় বা ব্যর্থতার মুখোমুখি হয় তখন তা সামলাবার জন্য সচেষ্ট থাকতে হয় এবং নিজের আত্মমর্যাদা বোধ হারাতে হয় না,” কঙ্গনা বলেন।
“দশ বছরের অপমান, বঞ্চনা, নাকাল হওয়া থেকেই আমি জানতে পেরেছি সারা দুনিয়া আমার সম্পর্কে কী ভাবছিল- যদি আমাকে একজন পরাজিত মানুষ হিসেবে গণ্য করা হয়ে থাকে তাহলে আমি নিজের সম্পর্কে তেমন ভাবিনি। ঠিক সে জন্যই আমি যা করেছি তা করতে সমর্থ হয়েছি,” তিনি আরও বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন