মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব‌্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩৩ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল অব‌্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজি‌সি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে ১৪ দিন ধরে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করছেন।

এ দিকে সমস্যা সমাধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

বুধবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনস্থলে গিয়ে শেষ হয়।

এরপর সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কারিমূল হক ও মো. আবতাবুজ্জান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন