শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে মতবিনিময়ে পুলিশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৮:১২ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১, ২ ও ৬ মার্চ । এই খেলাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সকল সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) শহরতলির লাক্কাতুড়ার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সকাল ১১টায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৩ টি ওয়ানডে ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ব্যাপারে প্রতিনিধিবৃন্দ উপস্থাপন করেন নিজ মতামত । নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। পরিতোষ ঘোষ এসময় খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাফুফের সভাপতি মাহিউদ্দিন আহমেদ সেলিম, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, অতি. উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিভূতি ভূষন বানার্জী, অতি. উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা, অতি. উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা, অতি. উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জ্যোতির্ময় সরকার, অতি. উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) সুদীপ দাস, উপ সহকারী পরিচালক ফায়ার সার্ভিস জাবেদ হোসেন মোহাম্মদ তারেক, ইএমও সমন্বয়কারী ও প্রতিনিধি পরিচালক ড. জলিল কায়সার খোকন প্রমুখ।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন