মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুরে ক্লিনিক ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪২ পিএম

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে এবং সেবার মান বৃদ্ধি করতে শেরপুর জেলা সদরের হাস পাতাল এলাকার বেসরকারী ক্লিনিক, প্যাথলজি ও হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে মতবিনিময় করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর রাতে শেরপুর সদর থানা মিলনায়তনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন। বক্তব্য রাখেন ক্লিনিক ব্যসায়ী নেতা কায়ছার আহাম্মেদ ফারুক, মুরাদ ও শান্ত প্রমুখ।

সভায় হাসপাতাল রোডে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং যানজট মুক্ত রাখতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানো এবং রাস্তা অভিমুখে একটি করে ক্যামেরা লাগানো, পুলিশের পাশাপাশি দুইজন নিরাপত্তা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া পুলিশের পক্ষ থেকে সবসময় সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করা হয়। এই প্রথমবার ক্লিনিক ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় হওয়ায় তারা পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন