শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সালমানের ‘সুলতান’ প্রথম দিনেই ছক্কা মেরেছে

প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : একেই বলে ওস্তাদের মার। এবারের ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সালমান খানের চলচ্চিত্র ‘সুলতান’ বুধবার মুক্তি পেয়ে যা আয় করেছে এই বছর মুক্তি পাওয়া অধিকাংশ ফিল্মই সব মিলিয়ে এতো আয় করতে পারেনি।
সূচনা দিনের ৩৬.৫৪ কোটি রুপি আয় দেখে সহজেই অনুধাবন করা যায় দুদিনের বর্ধিত সপ্তাহান্তে চলচ্চিত্রটির আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। বলাই বাহুল্য ঈদের ছুটির পুরো সুবিধাটি পেতে যাচ্ছে 'সুলতান'। এই বছর মুক্তি পাওয়া 'আজহার' সব মিলিয়ে আয় করেছে ৩৩ কোটি রুপি। 'সর্বজিত' ফিল্মটির মোট আয় ২৯ কোটি রুপি। 'সনম রে' এবং 'কেয়া কুল হ্যায় হাম' যথাক্রমে আয় করেছে ৩০.৩২ কোটি রুপি এবং ৩০.২৫ কোটি রুপি।
বোঝাই যায় ‘সুলতান’ এই বছরের সবচেয়ে সফল চলচ্চিত্র হিসবে স্বীকৃতি পাবে ক্রমে। এই আয়ের ধারায় কাল শুক্রবার ফিল্মটি 'হাউসফুল থ্রি'র আয় (১০৭.৭ কোটি রুপি) অতিক্রম করবে এবং রবিবার সকালেই ছাড়াবে 'এয়ারলিফ্ট' ফিল্মটির আয় (১২৭.৮ কোটি রুপি)। আর পাঁচদিনেই ‘সুলতান’ ২০১৬'র সফলতম চলচ্চিত্রের মর্যাদা পাবে।
আলি আব্বাস জাফর পরিচালিত চলচ্চিত্রটিতে স্পোর্টস ড্রামাটিতে সালমান মল্লযোদ্ধা সুলতান আলি খানের ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, রণদীপ হুদা এবং অমিত সাথ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
firoj ৮ জুলাই, ২০১৬, ১১:২০ এএম says : 0
Well
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন