১ লাভ আজ কাল
২ মালাঙ
৩ জওয়ানি জানেমান
৪ শিকারা
৫ স্ট্রিট ডান্সার থ্রিডি
লাভ আজ কাল
ইমতিয়াজ আলি পরিচালিত রোমান্স ড্রামা।
জোয়ির (সারা আলি খান) সঙ্গে এক নাইটক্লাবে পরিচয় হয় বীরের (কার্তিক আরিয়ান)। প্রথমে তারা অন্তরঙ্গ হবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। বীর অবশ্য বুঝতে পারে জোয়ি তার জন্য বিশেষ একজন। সে জোয়ির সঙ্গে তার অফিসে গিয়ে দেখা করে, জোয়ি তার প্রতি আকৃষ্ট হলেও বিরক্ত হয়। তার বস রাজ (রণদীপ হুদা) বিষয়টি জানতে পারে। জোয়ি জানায় সে স্থায়ী সম্পর্কে জড়াতে চায় না। রাজ এরপর তার জীবনের গল্প বলে তাকে। সে সময় তার নাম ছিল রঘু (কার্তিক আরিয়ান), উদয়পুরে স্কুলে পড়ার সময় সে লীনার (আরুশি শর্মা) প্রেমে পড়েছিল। কিন্তু লীনার পরিবার তাকে সরিয়ে ফেলে। রঘু তাকে অনুসরণ কর দিল্লি গিয়ে ওয়েটারের চাকরি নেয়। রাজের এই গল্প শুনে জোয়ি নতুন করে বীরের সঙ্গে সম্পর্কের কথা বিবেচনা করতে শুরু করে।
ছবিঃ লাভ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন