ঢাকা জেলার সাভার উপজেলার সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় গত ১১ ঘণ্টায় পৃথক ঘটনা ও স্থান থেকে তিন নারীসহ পাঁচ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক ঘটনায় দু’জনকে আটকও করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১টার দিকে লাশগুলো উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক এএফএম সায়েদ ও আশুলিয়া থানার কর্মকর্তারা।
এর আগে, রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এক বৃদ্ধার; রাত ৯টার দিকে পূর্ব রাজাশনে নারী এবং আশুলিয়ার জামগড়ায় সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি; নিরিবিলি এলাকা থেকে রাত ৮টার দিকে এক তরুণীর ও দিনগত রাত ২টার দিকে রেডিওকলোনি এলাকা থেকে তৃতীয় লিঙ্গের একজনের লাশ উদ্ধার করে পুলিশি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন