শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে দেশে আসছেন শাবানা

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী শাবানাকে নিয়ে কয়েক দিন আগে মৃত্যুর গুজব ছড়িয়েছিল। চলচ্চিত্রাঙ্গণে এ নিয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত হয়। অবশেষে জানা গেল, তিনি মারা যাননি। মৃত্যুর এই গুজব উড়িয়ে দিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি আমেরিকা থেকে তিনি ঢাকায় আসছেন। শিল্পী সমিতির সাধারণ স¤পাদক অমিত হাসান জানান, গত বৃহ¯পতিবার বিকেলে হঠাৎ করেই গুজব ছড়ায়, শাবানা ম্যাডাম মারা গেছেন। পরিচিতজনদের অনেকে এ ব্যাপারে নিশ্চিত হতে ফোন করেন। এরপর রাতেই শাবানা ম্যাডামের খুব কাছের কয়েকজন আত্মীয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে নিশ্চিত করেছেন, শাবানা ম্যাডাম ভালো আছেন। তাদের সঙ্গে ম্যাডামের নিয়মিত যোগাযোগ আছে। এমনকি তারা জানান, ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন তিনি। উল্লেখ্য, ১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র-অঙ্গন থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন। এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ২০০০ সালে সপরিবারে চলে যান আমেরিকায়। সেই থেকে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মাঝে দেশে এসে কিছুদিন থাকার পর আবার চলে যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
SALAM ১৬ ডিসেম্বর, ২০২০, ৪:৩০ পিএম says : 0
Prio Naika
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন