শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৫ পিএম

আগামী ২৯ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ৭ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি মোস্তফা মুন্সি বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

অপর দিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল বেলা ৩ টার দিকে কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আসেন।

এছাড়া জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, ছোট ভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া, সদ্য প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের পুত্র ডা. আরিফুজ্জামান ও শেখ সুলতান তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৯ মার্চের নির্বাচনে ৯১ হাজার ৬শ ৩৫জন ভোটারের মধ্যে ৪৬ হাজার ২শ ৬৪জন পুরুষ ও ৪৫ হাজার ৩ শ ৭১ জন নারী ভোটার রয়েছে। আগামী ১ মার্চ মনোনয়নপত্র বাছাই ও ৮ মার্চ প্রত্যাহারের শেষ দিন। । উপ-নির্বাচনে মোট ৩৫টি কেন্দ্রের ১৯২টি ভোটকক্ষ ভোট গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত বছর ২১ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এবিএম নুরুল ইসলাম ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এ কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হতে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন