শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গৃহবধূ একটা বড় চাকরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

রূপালি পর্দা থেকে রাজনীতিতে এসেছেন বিখ্যাত অভিনেতা কমল হাসান। তিনি মক্কল নিধি মাইয়াম (এমএনএম) দলের সভাপতি। এবার তিনি টুইট করে জানালেন আগামী বছর তামিলনাড়–তে কী কী পরিবর্তন দেখতে চাইছে তার দল। পরিবর্তনের মধ্যে অন্যতম হল গৃহবধূদের বেতন। পাশাপাশি মানুষের ক্ষমতায়ন, উদ্যোগের আবহ তৈরি করার মতো ইস্যুও রয়েছে তার টুইটে। তিনি লেখেন, এমএনএম দ্বিস্তরীয় পরিবর্তন আনতে একটি বিশেষ মিশনে রয়েছে। তামিলনাড়–র পরিবর্তন এবং রাজনীতির বিপ্লব।
তিনি জানান, বিপুল দুর্নীতি রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। তার মতে, প্রত্যেক তামিলিয়ানই লাভবান হবেন রাজ্যের অর্থনীতির উন্নতি হলে। এতে কাজের সম্ভাবনাও তৈরি হবে।
সেই প্রসঙ্গে তিনি জানাচ্ছেন, ‘গৃহবধূ একটা বড় চাকরি এবং এর জন্য যথাযথ বেতন দেওয়া উচিত। গৃহবধূদের বেতন দেওয়ার এই আইডিয়া কার্যকর করার সময় এসে গেছে এবং আমাদের এটা শুরু করতে হবে।’ সূত্র : এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন