শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিটিভির আনন্দমেলা উপস্থাপনায় অভিনেতা আফরান নিশো

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

এবারের ঈদে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা উপস্থাপন করবেন দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার উপস্থাপনার ক্ষেত্রেও থাকবে ব্যতিক্রমতা। তার অভিনীত বিভিন্ন নাটকের দর্শকপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন তিনি। আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ। এবারের আনন্দ মেলা প্রসঙ্গে প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দমেলা জুড়ে থাকবে বিভিন্ন চমক। এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা। এছাড়াও রয়েছে নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কন্ঠে একটি মৌলিক গান। সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নিবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ। চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার ছবির নায়িকা অঞ্জনাকে নিয়ে। এছাড়াও থাকছে সমসাময়িক বিষয়ের উপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা। বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দমেলার শুটিং সম্পন্ন হয়েছে। প্রচার হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন