শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার ঐসব অভিনেতাদের হিজাব পরে ছবি দিতে বললেন সিদ্দিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৯ এএম

ছোট পর্দা দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সম্প্রতি টিপকাণ্ডে শোবিজের বেশ কয়েকজন অভিনেতার কপালে টিপ পরে প্রতিবাদ জানানোর সমালোচনা করেছিলেন। তাদেরকে তিনি পাগল বলে আখ্যায়িত করেছিলেন। এবার সিদ্দিক টিপ পরা শিল্পীদের হিজাব পরা ছবি দেখতে চেয়েছেন। সম্প্রতি নওগাঁর একটি স্কুলে হিজাব পরে যাওয়ায় কয়েকজন ছাত্রীকে বের করে দেয়ার ইস্যুকে টেনে এনে এ কথা বলেন তিনি। সম্প্রতি নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে ২০ জন ছাত্রীকে লাঠি দিয়ে পেটান ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল। বিষয়টি নিয়ে ফের সরগরম হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ নিয়ে সবাই প্রতিবাদ করলেও এ ব্যাপারে নীরব ভূমিকায় সেইসব অভিনেতা ও অভিনেত্রীরা যারা কয়েকদিন আগেই টিপকাণ্ডে টিপ পরে ছবি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদে শামিল হয়েছিলেন। তাদের উদ্দেশ্যেই সিদ্দিক নিজের ফেসবুকে লিখেছেন, তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়। তিনি বলেন, যেসব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়। উল্লেখ্য, গত ৬ এপ্রিল দুপুরে নওগাঁ উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে যাওয়ায় ছাত্রীদের মারধর করেন শিক্ষিকা আমোদিনি পাল। মারধরের শিকার হয়ে ছাত্রীরা স্কুল থেকে বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। এ ঘটনায় পরে এলাকায় তোলপাড় শুরু হয়। অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষিকার প্রতি। কয়েকশ’ অভিভাবক ঘটনার পরদিন দুপুরে স্কুলে গিয়ে এর প্রতিবাদ জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
উজ্জল ১০ এপ্রিল, ২০২২, ৪:৪৭ এএম says : 0
অভিনেতা সিদ্দিকুর রহমানকে ধন্যবাদ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন