শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্পিকারের ভারত সফর স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০৬ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করা হয়েছে। গতকাল রোববার এই সফর স্থগিত করা হয়।

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার আমন্ত্রণে আজ সোমবার তার ভারত যাওয়ার কথা ছিল। মার্চের পর এই সফরসূচি পুনর্নির্ধারণ করা হবে বলে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার গণমাধ্যমকে বলেন, আগামী ১৭ মার্চ মুজিব শতবর্ষের অনুষ্ঠান শুরু হচ্ছে। তিনি মুজিববর্ষের অনুষ্ঠানে বিশেষ দায়িত্বে থাকায় ভারত সফরে যেতে পারছেন না।
মুজিব শতবর্ষে তার দায়িত্ব পূর্বনির্ধারিত ছিল না জানিয়ে স্পিকার বলেন, সম্প্রতি এই দায়িত্বগুলো তার ওপর এসেছে।

মুজিব শতবর্ষ উপলক্ষে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো ও নিশ্চিত করা, ২২-২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন, ২৬ মার্চের অনুষ্ঠান- এসব ব্যস্ততার কারণে তিনি আপাতত ভারত সফরে যেতে পারছেন না বলে জানান স্পিকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন