শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সিটি ব্যাংক - ক্লাসটিউন চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ৫:৪৪ পিএম

সিটি ব্যাংক ও দেশের শীর্ষস্থানীয় স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ‘ক্লাসটিউন’ এর মধ্যে দেশের স্বনামধন্য স্কুল এবং কলেজসমূহের জন্য ডিজিটাল পেমেন্ট কালেকশন প্ল্যাটফর্ম বাস্তবায়ন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এখন থেকে শিক্ষার্থী বা তাদের অভিভাবকেরা অনলাইনের মাধ্যমে টিউশন ফিস পরিশোধ করতে পারবেন। এছাড়া ফিস গ্রহণ সংক্রান্ত জটিলতা থেকেও মুক্তি পাবে সংশ্লিষ্ট স্কুলগুলো। মঙ্গলবার (৩ মার্চ) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মো. জাফরুল হাসান এবং ক্লাসটিউনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব কার্ড আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন