শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুর্কি ড্রোন মোকাবেলায় ব্যর্থ রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ৭:৪৮ পিএম

বাইরের যে কোনো আক্রমণ থেকে সিরিয়াকে সুরক্ষিত রাখতে আসাদ সরকারকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিল করেছিল রাশিয়া। এবার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে তুরস্ক। এতে ওই ব্যবস্থাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, রাশিয়ার দেয়া সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে তুরস্ক। ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়। মঙ্গলবার এই হামলার ভিডিও প্রকাশ করে তুর্কি কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারাকিব শহরে প্যান্টসির এস-১ নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায় তুর্কি ড্রোন। এতে রুশ ওই প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

এর আগে অন্য একটি প্যান্টসির প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ভিডিও প্রকাশ করেছিল তুরস্ক। এর মাধ্যমে তুরস্কের হামলায় রাশিয়ার দেয়া দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের তথ্য সামনে এলো। তবে তুরস্কের সামরিকবাহিনী আরও বেশ কয়েকটি রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, ব্যয়বহুল এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে তুরস্কের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হবে রাশিয়া। এর প্রতিশোধ নিতে তুর্কিবাহিনীর ওপর যে কোনো সময় বিমান হামলা চালাতে পারে রুশ সামরিকবাহিনী। সবমিলিয়ে এর ফলাফল ভয়ংকর হতে পারে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Ismile ৪ মার্চ, ২০২০, ৯:৩৯ পিএম says : 0
S2 surface a sub of the S1 surface air defense system, S1 could covering upto 1000km and S2 signal 100km. This 6th generation air defense is performing enough.
Total Reply(0)
Ismile ৪ মার্চ, ২০২০, ১০:২৩ পিএম says : 0
However, such as mid range air defense system is not allowed for Bangladesh.
Total Reply(0)
Ismile ৪ মার্চ, ২০২০, ১১:০৭ পিএম says : 0
While blind, unskilled and corruption people raised across the Bangladeshi goverment and companies then honest and skilled people need to leaving this country to safe life.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন