শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ৭:৩১ পিএম

দেশব্যাপী বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধি রুখে দাঁড়ানো সহ চাল, ডাল, তেল, ওষুধ সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিও প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ। বরিশাল জেলা কমিটির উদ্যোগে শুক্রবার নগরীর টাউন হলের সামনে এই কর্মসূচী পালন কালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক দেশীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করে অস¤প্রদায়িক বাংলার মাটিতে ভারতের এক স¤প্রদায়িক মানুষ হত্যাকারীকে মুজিব বর্ষে এনে জতির জনকের বর্ষকে সরকার কলংকিত করছে বলে অভিযোগ করা হয়। বক্তারা বলেন, সরকার জনস্বার্থকে উপেক্ষা করে কতিপয় লোকের অবাধ লুটপাটের স্বার্থে জ্বালানী খাতে দায়মুক্তির আইন ও বিদ্যুতের দাম বৃদ্ধির আইন প্রণয়ন করেছে।
ইউনাইটেড কমিউনিষ্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই মন্ডল, নজরুল ইসলাম, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, উপাধ্যক্ষ হারুন অর রসিদ, কমরেড অধ্যাপক বিরেন্দ নাথ রায়,কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও কমরেড এ্যাড, খালিদ বীন ওয়াহিদ প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন