বিশ্ব নারী দিবসে বৈশাখী টেলিভিশনের পর্দা সাজানো হয়েছে নানা অনুষ্ঠান দিয়ে। বিগত ১০ বছর ধরে নারী দিবসে নানা আয়োজন করে আসছে বৈশাখী টেলিভিশন। এবারও তার ব্যত্যয় হবে না বলে জানালেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। বৈশাখী টিভি পর্দায় আয়োজনের পাশাপাশি নিজস্ব কার্যালয়েও থাকবে বিশেষ আয়োজন। এ উপলক্ষে বর্ণিল আলোয় সাজবে বৈশাখী ভবন। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন সম্মানীত কয়েকজন নারী ব্যক্তিত্ব। ৮ মার্চ সকাল ১১টায় বৈশাখী ভবনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে নারী দিবসের আনুষ্ঠানিকতা। নারী স্টাফদের মাঝে উপহার সামগ্রী বিতরণসহ আনন্দমুখর পরিবেশ বিরাজ করবে সারাদিন। বিকালে থাকবে জনপ্রিয় শিল্পী ও বৈশাখী টিভির সহকর্মীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে বিশ্ব নারী দিবসে বৈশাখী টেলিভিশনের পর্দায় থাকবে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০মিনিটে নারী দিবসের স্পেশাল বৈশাখীর সকালের গানে অংশ নিবেন কিংবদন্তী রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আরো গাইবেন ফেরদৌস আরা, মেহের আফরোজ শাওন, লিজা, নন্দিতা, লুইপা, হৈমন্তী রক্ষিত, স্মরণ ও উপমা। সকাল ৯টা ১০ মিনিটে পুরনো দিনের সিনেমার গান নিয়ে প্রচার হবে মিউজিক অ্যালবাম। রাত ৮টা ও রাত ১১টায় প্রচার হবে নারী দিবসের বিশেষ নাটক ‘বিরতিহীন নারী’। জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে ও সকাল আহমেদের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, মাজনুন মিজান, শেলি আহসান প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ‘ছ্যাকা কবির’। জিয়াউল হক জিয়ার চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আহসান কবির, দীপা খন্দকার, রাশেদ মামুন অপু, কায়েস চৌধুরী, বাদল ও একটি বিশেষ দৃশ্যে অলিউল হক রুমি। এ দুটি নাটকেরই গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন