শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলারোয়ায় পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, আটক ১

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১০:২৪ এএম

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুকুর থেকে সোনা সরদার ওরফে পাগল নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকারী সন্দেহে স্থানীয় জনতা রিপন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার কাকডাঙ্গা সরদার পাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোনা সরদার ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার সরদারের ছেলে।

এছাড়া আটক রিপনও ওই গ্রামের শহীদুল্লাহর ছেলে।

সোনা সরদারের আত্মীয় আসাদুজ্জামান জানান, রোববার সন্ধ্যা থেকে সোনা সরদার নিখোঁজ ছিল। রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের একটি পুকুরের ঘাটে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার লাশ সনাক্ত করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনীর উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এছাড়া রিপনকে আটক করে থানায় আনা হয়েছে। পুলিশ হত্যকান্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন