শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দুদকের সাবেক পরিচালক এনামুল বাছিরের জামিন আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৩:৩২ পিএম

ঘুষের মামলায় দুদকের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে হওয়া মামলায় তার জামিন আবেদন খারিজ করা হয়েছে। একইসঙ্গে এক বছরের মধ্যে তার বিরুদ্ধে করা মামলার বিচার কাজ সম্পন্ন করতে ঢাকার বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (১০ মার্চ) এক রায়ে জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এনামুল বাছিরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ১১ ফেব্রুয়ারি জারি করা রুলের ওপর শুনানি শেষে আজ তা খারিজ করা হয়।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন