শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মেক-আপ নেয়া পছন্দ করেন না মিলা কুনিস

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অভিনেত্রী মিলা কুনিস জানিয়েছেন বাড়াবাড়ি মেক-আপ নেয়া পছন্দ করেন না তিনি।
৩২ বছর বয়সী অভিনেত্রীটি বলেছেন, তিনি প্রসাধন সামগ্রী দিয়ে তিনি তার মুখÐল আবৃত করে রাখেন না এছাড়া তিনি প্রতিদিন চুল ধৌত করেন না, কারণ তিনি সেই ধরনের মানুষ নন যারা সৌন্দর্য চর্চার জন্য দীর্ঘ সময় অতিবাহিত করে। ফিমেইলফার্স্টের প্রতিবেদন।
“আমি মেক-আপ নিই না। প্রতিদিন চুলও ধুই না। আমি এ ধরনের কাজে নিজেকে জড়াতে চাই না। আইলাইনার প্রয়োগের জন্য যে নারীরা ৩০ থেকে ৪০ মিনিট আগে ঘুম থেকে ওঠে আমি তাদের প্রশংসা করি। আমার মনে হয় এটা সুন্দর।
“আমি ঠিক সে ধরনের মানুষ নই। তাই আমার মেক-আপ আর্টিস্ট যখন শুটিংয়ের আগে আমার মুখে ফেইস ক্রিম মেখে ক্যামেরার সামনে পাঠায় তখন আমার মনে হয়, ‘এতেই তো জীবন অনেকটা সহজ হয়ে গেল’। এতে নিজে আরও রক্ষিত রয়ে গেলাম মন্দ বলারও কেউ রইল না,” কুনিস বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন