শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন মোনালিসা

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রায় তিন মাস দেশে কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন মোনালিসা। দেশে ফিরে যেভাবে অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তাতে অনেকেই ধারণা করেছিলেন তিনি এবার দেশে থেকে যাবেন। তবে এ ধারণা ভুল প্রমাণ করে মোনালিসা যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। গতকাল রাতের ফ্লাইটে মোনালিসা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। যাওয়ার আগে মোনালিসা বলেন, ‘ফিরে যাচ্ছি আমেরকিা। তবে এবার দেশ ছেড়ে যেতে অনেক খারাপ লাগছে। যে ক’দিন দেশে ছিলাম খুব ব্যস্ততায় কেটেছে। বলা যায়, ক্যামেরার সামনেই কেটেছে দিনগুলো। আম্মুকে খুব কম সময় দিতে পেরেছি। সহকর্মী অনেকের ভালোবাসা এবং সহযোগিতায় মুগ্ধ হয়েছি। আমেরিকায় কিছু কাজ আছে। তাই এই মুহূর্তে না গেলেই নয়। আবার হয়তো খুব দ্রæত ফিরে আসব। এদিকে দেশে ফিরে মোনালিসা একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। পাশাপাশি ঈদ ধারাবাহিক নাটক এসএ হক অলিকের ‘ভালোবাসা ভালোবাসি’, সাগর জাহানের ‘অ্যাভারেজ আসলাম’, সাজিন আহমেদ বাবুর ‘কিড সোলায়মান’ ও মোস্তফা কামাল রাজের ‘চুপিচুপি’তে অভিনয় করেছেন। এই চারটি ঈদ ধারাবাহিক চারটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। এছাড়া আরো বেশ কয়েকটি একক নাটকেও অভিনয় করেছেন। উল্লেখ্য, তিন বছর পর মোনালিসা গত এপ্রিলের শুরুতে দেশে আসেন। দেশে আসার পরই নির্মাতারা তাকে নিয়ে নাটক-টেলিফিল্ম নির্মাণের আগ্রহ দেখান। মোনালিসা চেষ্টা করেছেন নাটক টেলিফিল্মে সময় দিতে। পাশাপাশি বেশ কয়েকটি চ্যানেলে ও টক শো’তে অংশগ্রহণ করেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন