গত শুক্রবার বলিউডের ‘বাগি থ্রি’ এবং ‘কামিয়াব’ মুক্তি পেয়েছে। যেমন কথা ছির আয়ে এগিয়ে আছে প্রথম ফিল্মটি আর ব্যাপক প্রশংসা পেয়েছে পরেরটি। করোনাভাইরাসের আতঙ্কে থিয়েটারে দর্শক কম থাকলেও ‘বাগি থ্রি’দেখার জন্য সন্তোষজনক দর্শক সমাগম হচ্ছে রোমান্স অ্যাকশন ফিল্ম ‘বাগি থ্রি’তে আহমেদ খানের পরিচালনায় অভিনয় করেছেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, রিতেশ দেশমুখ, অঙ্কিতা লোখান্ড, আশুতোষ রানা, বিজয় ভার্মা, জয়দীপ আহলাওয়াত এবং আইটেম দৃশ্যে দিশা পাটানি। ফিল্মটির প্রথম দুই পর্ব ২০১৬ ও ২০১৮তে মুক্তি পেয়েছে। শুক্রবার ফিল্মটির আয় ১৭.৫০ কোটি রুপি। শনিবার ও রবিবারের আয় যথাক্রমে ১৬.০৩ কোটি রুপি এবং ২০.৩০ কোটি রুপি; সপ্তাহান্তের আয় ৫৬.৮০ কোটি রুপি। সোমবারের আয় ৯.০৬ কোটি রুপি। রেটিং পাঁচে আড়াই। হার্দিক মেহতার পরিচালিত ‘কামিয়াব’-এ অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, দীপক দোব্রিয়াল, ইশা তালভার এবং দেবাস দীক্ষিত। ফিল্মটির আরেক নাম- ‘হর কিসসে কে হিসসে : কামিয়াব’। ৫০০ পর্দা থেকে প্রথম দিনের আয় ০.৫৫ কোটি রুপি। সোমবার পর্যন্ত আয় ২.৫ কোটি রুপি। রেটিং পাঁচে চার। এই সপ্তাহান্ত পর্যন্ত ‘থাপ্পড়’ আয় করেছে ২৮ কোটি রুপি আর ‘শুভ মঙ্গল জেয়াদা সাবধান’ আয় করেছে ৬১.০১ কোটি রুপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন