বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ক্ষমতা বাতিল চেয়ে রিট হাইকোর্টে

সারোয়ার আলমসহ ৩ ম্যাজিস্ট্রেট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এবং নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা (ম্যাজিস্ট্রেসি ক্ষমতা) বাতিল চেয়ে রিট করা হয়েছে। চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি ফাউন্ডেশন) গতকাল বুধবার এই সম্পূরক রিটটি করে।

রিটের তথ্য মতে, তিন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এগুলো হচ্ছে (১) একই সময়ের মধ্যে দুই জায়গায় (শিশুমেলা ও ফার্মগেট) মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগ, যা ক্ষমতার অপব্যবহার। (২) একই সাক্ষীরা বার বার বিভিন্ন জায়গায় এসেছে। (৩) এক ধারার অপরাধ দেখিয়ে ভিন্ন ধারায় চার্জ গঠন। (৪) চলন্ত ভ্যান থেকে কলা চুরির অপরাধে ৬ মাসের সাজা যা মোবাইল কোর্ট দিতে পারেন না।

৯, ১০ ও ১১ বছর বয়সী শিশুদের সাজা দেয়া হয়েছে, যেখানে দন্ডবিধির ৮৩ ধারা অনুযায়ী ১২ বছরের নিচের শিশুদের সাজা দেয়া যায় না। আবেদনে বলা হয়েছে, সাজানো সাক্ষী, সাজানো মামলা আর ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন তারা। জোর করে শিশুদের স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আনা হয়েছে। সংবিধানের ৩৩ ও ৩৫ অনুচ্ছেদের লঙ্ঘন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের দেয়া দন্ডাদেশ ও আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের দেয়া দন্ডে যশোর ও টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ ১২১ শিশুকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশে পরে এসব শিশুকে মুক্তি দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
Ak azad ১২ মার্চ, ২০২০, ১২:৪০ এএম says : 0
চোরদের খুব চুল্কায় ভাল কাজ করতেপারেনা কিন্ত দেখলে গা জলে
Total Reply(0)
Tuhin Ahmed ১২ মার্চ, ২০২০, ১:০০ এএম says : 0
Imaandar Loke Der shongei Keno Eirokom Hoi Amra Chai uni Jeno Unar Ei chakri Theke Na Bohishker Hoi Unar Moton Officer e Bangladesh a Dokrar Ekjon imaandar ar Ei desh A Kono ki Daam Nai Shame On you Bangladesh Shame On you who's Court Suspend him My God Plz Save Him
Total Reply(0)
Nil Nil ১২ মার্চ, ২০২০, ১:২৭ এএম says : 0
আরে ভাই বাংলাদেশে ভালো মানুষের কুনো মুলো নাই আমি সারওয়ার স্যার কে সেলুট জানাই এবং আমি বলছি বাংলাদেশে যদি ভালো কিসু আশা করেন তাহলে সারওয়ার স্যার য়ের পাশে এসে তাঁকে সমর্থন করেন আ না হলে সারওয়ার স্যারয়ের মত ভালো মানুষদের পাবেন না
Total Reply(0)
Mutaher Ali ১২ মার্চ, ২০২০, ১:২৭ এএম says : 0
লুটেরা, অবৈধ ব্যবসায়ী, ঘোষখোর, ডাকাতদের জন্য অসুবিধা হচ্ছে।
Total Reply(0)
Anisur Rahman ১২ মার্চ, ২০২০, ১:২৭ এএম says : 0
বর্তমান সময়ের একজন সাহসী ও মহান নীতি আদর্শের নাম হচ্ছে Magistrate সানোয়ার আলম।
Total Reply(0)
Moshiur Rahman ১২ মার্চ, ২০২০, ১:২৮ এএম says : 0
বাংলাদেশে এখন কোন আইন আছে নাকি ? আইনতো এখন ক্ষমতাশীনদের পকেটে , ওদের পক্ষে সব কিছুই , ক্ষমতাশীনদের বিপক্ষে কিছু বললে আইন আর কাজ করে না , সব বিচারককেও ওরা কিনে ফেলেছে ,
Total Reply(0)
Fazlul Karim ১২ মার্চ, ২০২০, ১:২৮ এএম says : 0
ভালো লোকদের ভালো কাজ করতে দিলে যে দেশটা ভালো হয়ে যাবে তাই ওনারা এনাদের বিরুদ্ধে রিট করেছে। দেশটার আর ভালো হয়ে উঠা হলো না।
Total Reply(0)
Firoz Sujon ১২ মার্চ, ২০২০, ১:২৯ এএম says : 1
খুব ভালো হবে অনেক সময় ওরা ক্ষমতার অপ ব্যবহার করে তার উদাহরণ স্বরূপ একটা প্রমাণ রাখি যেখানে বিশ্বের 135 টি দেশ প্রমাণ করে রেডবুল নিরাপদ পানীয় সেখানে এরা প্রমাণ করে এটা বাংলাদেশে অবৈধ যার ব্যাখ্যা এরা কখনো দেয় না কারণ এরা মোটা অংকের টাকা খায়
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ১২ মার্চ, ২০২০, ২:৫২ এএম says : 0
মহামান‍্য হাইকোর্টের বিচারপতি গনের গভীর শ্রদ্ধা রেখে বলছি। আমি সামাজিক বিচার ব‍্যবস্হায় দীর্ঘ আটত্রিশ বসর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কারি অতিক্ষুদ্র নগন‍্য বিচারক। বর্তমানে বিজ্ঞান ও পযুন্তির যুগে আধুনিকতার মরণঘাতি নেশা খুবই সস্হা ডিজিটাল মোবাইলের যুগে যাদের সংবিধানপ্রদত্ত আইনের ভাষায় ৯/১০/১১বসরের শিশু বলা হচ্ছে। পারিবারিক সামাজিক নৈতিক শিক্ষার অভাবে এই শিশু অপরাধীরা সংঘবদ্ধ ভয়ংকর অপরাধে লিপ্ত। এদের অপরাধ এদের বুদ্ধি কৌশল সমাজকাঠামোয় প্রাপ্তবয়স্ক অপরাধী হার মানায়। সামাজিক নিম্ন আদালতে আমার বিচারীক জীবনের অবিজ্ঞতা মোবাইল চূরী ট্রেক্সী যাত্রীদের রিক্সা যাত্রীদের উপর ঝাপটা বাজী হাজারো অপকর্মে সংঘবদ্ধ দল। এদের আবার নেতা ও আছে বড় ভাই আছে। বাংলাদেশের ইতিহাসে শক্তিশালী রাজনৈতিক প্রভাবশালী নেতা সহ ভয়ংকর মাদক সত্রাসি চাদাবাজ দূন্নীতিবাজ নকল প্রসাধনী বিশাক্ত কেমিক্যাল লক্ষ কোটি মানুষের জীবন মরণ প্রশ্নের ঔষধ নকল বাজার জাতকারী মাফিয়া দের রক্ত চক্ষু অপেক্ষা করে কোটি কোটি সাধারণ মানুষের পক্ষে অসাধারণ ভালকাজের বীর মহানায়ক র‍্যাব সম্মানীত মেজিষ্ট্রেট মহামান‍্য হাইকোর্টের আইনের কাডগড়ায়। জনাব মেজিষ্টেট সরোয়ার আলম বাংলাদেশের গৌরবময় র‍্যাপিট এ‍্যাকশন ব‍্যাটেলিয়ার এবং বাংলাদেশের লক্ষকোটি শান্তি প্রিয় মানুষের শ্রদ্ধা সম্মানের নাম। ষড়যন্ত্রের মাফিয়াদের গড় ফাদার এরা অর্থনৈতিক ভাবে শক্তিশালী হাজার হাজারো গুরুত্বপূর্ণ অভিযানের কারণে র‍্যাবের কাজে অনেক সভ‍্যতার মুকোশ পরা মাফিয়া ডনদের অস্তিত্ব বিলিন হয়ে গেছে। গভীর ষড়যন্ত্রের গন্ধ শুনতে পাচ্ছি। মহামান্য হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি গন লাখ লাখ শিশু নামের ভয়ংকর অপরাধী দের ব‍্যাপারে মানবিক সাংবিধানিক সিদ্ধান্ত গ্রহনের পূর্বে অবশ‍্যই গভীর চিন্তা করা জরুরী বলে মনে করি। আইন সময়ের সাথে সাথে যুগের সাথে পরিবর্তন করা ও জরুরী। মহামান্য হাইকোর্টের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রেখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রধান আইন কর্মকর্তা মাননীয় আইন মন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। অতি নগন‍্য ক্ষুদ্র সামাজিক আদালতের বিচারক এর বিনীতভাবে রাষ্ট্রের প্রতি অনুরোধ যথাযথ কতৃপক্ষ বিবেচনা করবেন। আশাবাদী। আল্লাহ্ আপনাদের সহায়
Total Reply(0)
শ ম বাবু হিরা ১২ মার্চ, ২০২০, ৩:২৮ এএম says : 0
এদেশর কিছু মানুষের চরিত্র যেমন নিজে ভালহবেনা অন্যকে ভাল থাকতে দিবেনা, সত্যি উনি একজন ভাল মনের মানুষ,দয়াকরে ওনাকে ওনার জায়গায় রাখার জন্য অনুরোধ করছি,
Total Reply(0)
সান্তানুর রহমান খোকন ১২ মার্চ, ২০২০, ৩:৪০ পিএম says : 0
বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে কিশোর গ্যাং, এরাই বর্তমানে সারাদেশে মাদকসহ চুরি ছিনতাই ইভটিজিং করে বেড়াচ্ছে,এদের পিছনে আছে প্রভাবশালী গডফাদার, অপরদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্যে, ঔষধের ভেজালকারী ও বেশ কয়েকটি রাঘব বোয়াল চিহ্নিত ও ধরা পড়েছে এলিট ফোর্সের এই ম্যাজিস্ট্রেটের হাতে, অতএব দেশের আপামর জনগণের কি হলো তাতে এই স্বার্থান্বেষীদের কিছু যায় আসেনা, তারাই পয়সা খরচ করে কতিপয় দালালদের দিয়ে রীট করিয়েছে, আর সব সম্ভবের দেশ আমার সোনার বাংলা দেশ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন