দুপচাঁচিয়া উপজেলায় শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে গত বুধবার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষক এনামুল প্রামানিক (২৪) কে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত বুধবার বিকেলে প্রতিবেশি আব্দুল করিমের ছেলে এনামুল প্রামানিক (২৪) কৌশলে মাদরাসা পড়য়া শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাটি দাদির কাছে জানায়। অসুস্থ শিশুটিকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা নিজেই বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলা গ্রহণ করেই অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামী এনামুল প্রামানিক (২৪) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী ধর্ষক এনামুল প্রামানিককে গতকাল বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন