সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

টম ক্রুজ আমাকে উলভেরিন ভূমিকা নিতে বাধা দিয়েছেন : ডাগরে স্কট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

‘মিশন : ইম্পসিবল টু’ তারকা ডাগরে স্কট জানিয়েছেন টম ক্রুজ অনুমোদন দেননি বলে তিনি ‘এক্স-মেন’ সিরিজের। উলভেরিন চরিত্রটি করতে পারেননি। ২০০০ সালের ‘মিশন : ইম্পসিবল টু’তে স্কট বিপথগামী আইএমএফ এজেন্ট শন অ্যাম্বরোজের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি এমনকি ‘এক্স-মেন’ সিরিজে উলভেরিন’ চরিত্রটি করার জন্য প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। স্কট সেই সময় ‘মিশন : ইম্পসিবল টু’র শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। ফিল্মটির নির্মাণ এমনিতেই বিলম্বিত হয়ে গিয়েছিল এবং বাজেটও ছাড়িয়ে গিয়েছিল। ‘এক্স-মেন’ নির্মাতারাও স্কটের জন্য অপেক্ষা করতে পারছিল না। স্কট জানান ক্রুজ খুব ক্ষমতাশালী মানুষ, তিনিই তাকে অ্যাডামেন্টিয়ামের নখরবিশিষ্ট মিউটেন্ট উলভেরিনের ভূমিকায় অভিনয় করতে বাধা দিয়েছিলেন। “টম ক্রুজ আমাকে চরিত্রটি করতে দেননি। আমরা ‘মিশন : ইম্পসিবল টু’র শুটিং করছিলাম, তিনি বললেন, ‘তোমাকে এই ফিল্মটির কাজ অবশ্যই শেষ করতে হবে’, আমি বেলেছিলাম, আমি সেটিও করতে চাই। যে কোনও কারণে হোক তিনি অনুমোদন দেননি। “তিনি খুব ক্ষমতাবান লোক ছিলেন। অন্য সবাই তার এই অবস্থান রক্ষায় কাজ করত।” পরে হিউ জ্যাকম্যান লোগান ওরফে উলভেরিন চরিত্রটি করেন।
ছবিঃ ডগরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন