শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ এএম

সাভারের আশুলিয়ায় সাইফুল ইসলাম শিকদার নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে ইয়াবা সেবন ও তার ছত্রছায়ায় মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। এছাড়া সড়কে অবৈধভাবে দোকান বসিয়ে প্রতি মাসে চাঁদা আদায়সহ ময়লা ব্যবসায়ীদের জিম্মি করে মাসোহারা আদায় করেন ওই নেতা।  অভিযুক্ত সাইফুল ইসলাম শিকদার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি ইয়াবা সেবনের একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে একের পর এক ইয়াবা সেবন করতে দেখা গেছে। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুলিয়ার ভাদাইল কাঁঠালতলা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম শিকদার দেড় বছর আগে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান। এরপর থেকেই তিনি বেপরোয়া হয়ে উঠেন। নিজ এলাকা কাঁঠালতলা মোড়ে স্থানীয় সড়কের ওপর দোকান বসিয়ে প্রতিমাসে মোটা অঙ্কের চাঁদা আদায় করেন। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরাও তার ছত্রছায়ায় ব্যবসা পরিচালনা করছে। এমনকি তার হাত থেকে বাদ যায়নি ওই এলাকার ময়লা ব্যবসায়ীও। বিভিন্ন বাসার ময়লা সরিয়ে ফেলার ব্যবসা পরিচালনার জন্যেও ওই নেতাকে চাঁদা দিতে হয় বলে জানা গেছে।

ধামসোনা ইউনিয়নের নূর আলম নামে এক ময়লা ব্যবসায়ী অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম শিকদারকে প্রতিমাসে ১৫ হাজার টাকা চাঁদা দিয়ে তাকে ব্যবসা করতে হয়। এছাড়াও ওই নেতাকে এককালীন ৬৯ হাজার টাকা দিতে হয়েছে। প্রতিমাসে মাসোহারা না দিলে তাকে এই এলাকায় ব্যবসা করতে দেবে না বলেও অভিযোগ করেন তিনি।
স্বেচ্ছাসেবক লীগের এক নেতা অভিযোগ করে বলেন, কিছু লোকজন সংগঠনের পদ পাওয়ার পর থেকেই অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য মরিয়া হয়ে উঠে। দলকে সুসংগঠিত করার জন্য কখনোই তারা ভাবে না। এসব লোকজনের জন্যই দলের বদনাম হয় বলেও তিনি জানান।
তবে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিকদার মাদক সেবন ও তার ছত্রছায়ায় ব্যবসার অভিযোগ অস্বীকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন